PGBG-1 QUESTION BANK ANSWER

 

 

MM INSTITUTION

Facebook page: Mm Institution-Netaji Open University II Youtube Channel: MM INSTITUTION

PH/WHATS APP-9775015054

BDP FIRST YEAR –  SHORT NOTES

POST GRADUATE BENGALI (PGBG) FIRST YEAR PAPER 1

ONLINE EXAM SUGGESTION + ASSIGNMENT SUGGESTION

PGBG-1 QUESTION BANKANSWER

 

Question 1

অভিনন্দ রচিত রামচরিতের সর্গসংখ্যা কত?

Ans: 40 টি চল্লিশটি।

Question 2

মৎসেন্দ্রনাথ ৬৫০খ্রিষ্টাব্দে রাজা শ্ৰেন্দ্রনাথের রাজত্বকালে নেপালে গমন করেন। একথা কার লেখা থেকে জানা যায়?

Ans: ফরাসি পন্ডিত সিলভা লেভি।

Question 3

সহজাত্যং যদুৎপন্নং সহজং তৎ প্রকীর্তিত --কথাটি কার?

Ans: চন্ডীদাস।

Question 4

চর্যাগীতিতে এমন গানও দুর্লভ নয় যেখানে সন্ধ্যাভাষার ব্যবহার নেই। কোন কোন পদ এর উদাহরণ?

Ans: 40 ও 42 নম্বর পদ।

Question 5

শ্রীকৃষ্ণকীর্তনের প্রাপ্ত পুঁথিটিতে বড়ু চণ্ডীদাস ও চণ্ডীদাসের নামে ভণিতা পাওয়া যায় কতবার?

Ans: বড়ু চন্ডীদাসের নামে পাওয়া যায় 298 বার এবং শুধুমাত্র চন্ডীদাসের নামে পাওয়া যায় 107 বার।

Question 6

"চুন বিহনে যেহ্ন তাম্ভবুল তিতা। অল্প বএসে তেহ্ন তাম্ভবুল তিতা" -- উক্তিটি কার?

Ans: রাধা।

Question 7

বিদ্যাপতি কোন সময়ের কবি?

Ans: পঞ্চদশ শতকে।

Question 8

বনবাস যাত্রার প্রাক্কালে রামচন্দ্র বিমাতা কৈকেয়ীর চরণবন্দনা করে যাত্রার অনুমতি ভিক্ষা করতে যান। --একথা কোন রামায়ণে আছে?

Ans:

Question 9

পদ্মার সর্পসজ্জা নামধেয় একটি শিকলি কোন মনসামঙ্গলের পুঁথিতে পাওয়া যায়?

Ans:

Question 10

কেতকাদাস ক্ষেমানন্দ কোন মঙ্গলকাব্যধারার কোন সময়ের কবি?

Ans: চৈতন্য পরবর্তী জয়ীর মনসামঙ্গল কাব্য ধারার কবি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ টির নাম ক্ষেমানন্দ।



Question 11

রামকৃষ্ণ রায় কোন ধারার কবি? তাঁর নিবাস কোথায়?

Ans:  খ্রিস্টীয়  সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে কবি।

তার নিবাস হাওড়া জেলার আমতার নিকটবর্তী রসপুর গ্রামে।

Question 12

"বিধি যদি রসের রসিক হত্য। এসব কখন করিতে দিত।" --কার পদ?

Ans: নরহরি সরকার।

Question 13

সখ্য ও বাৎসল্যরসযুক্ত গােষ্ঠলীলার পত্র বর্ণনার পদে জ্ঞানদাসের মূল বৈশিষ্ট্য কী?

Ans: তিনি নিজেও সক্রিয়ভাবে গোষ্ঠ লীলায়া অংশগ্রহণ করেন এবং নিজেকে তিনি গোপাল বালক বলে কল্পনা করেছেন।

Question 14

লােচনদাসের চৈতন্যমঙ্গলে কটি খণ্ড আছে?

Ans: 4 কী খন্ড আছে।

Question 15

১৬১২ খ্রিষ্টাব্দের জৈষ্ঠ্য মাসে পঞ্চমীতিথিতে চৈতন্যচরিতামৃত রচনা সমাপ্ত হয়েছিল। --এই সিন্ধান্ত কার?

Ans:

Question 16

বলাকা' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল?

Ans: 1916 সালে।

Question 17

বাঁশরি' কত সালে রচিত হয়েছিল?

Ans: 1935 সালে।

Question 18

সভ্যতার সঙ্কট রচনাটি কবে প্রকাশিত হয়? তখন রবীন্দ্রনাথের বয়স কত?

Ans: এটি প্রকাশিত 1941 খ্রিস্টাব্দে , তখন রবীন্দ্রনাথের বয়স ছিল 80 বছর।

Question 19

লিপিমালা কার লেখা ও কত সালে প্রকাশিত হয়?

Ans: রামরাম বসুর লেখা এবং প্রকাশকাল 1802.

Question 20

রঘুনাথ, রাসু ও নৃসিংহ কার শিষ্য ছিলেন?

Ans: কজলা গুল ও অরুণ ঠাকুর।

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

nsou assignment,

nsou admit,

nsou pg admission 2019,

nsou renewal,

nsou bdp admission 2019,

nsou admission 2019,

nsou pg form fill up 2019,

nsou blis

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

Thank you for contacting MM INSTITUTION! Please let us know how we can help you.

 

👉 👉 Subscribe MY YouTube Channel :- http://www.youtube.com/c/MMINSTITUTION

 

 

👉 👉 Join 📚 MM INSTITUTION📚 FACEBOOK Group 2⃣ :- https://www.facebook.com/groups/2044434958925795/

 

👉👉join my telegram group:

https://t.me/mm_instituti

 

👉👉join my Facebook page:

https://www.facebook.com/malaymaity97/

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

 

1 Comments

  1. Where are PGBG 2,3,4 and PGBG 2nd year question bank answers? Please notify me, if uploaded.

    ReplyDelete
Previous Post Next Post