FST QUESTION BANK ANSWER 2021

 

 

MM INSTITUTION

Facebook page: Mm Institution-Netaji Open University II Youtube Channel: MM INSTITUTION

PH/WHATS APP-9775015054

BDP FIRST YEAR –  SHORT NOTES

FOUNDATIO OF SCIENCE & TECHNOLOGY (FST ) THIRD YEAR COMPULSORY PAPER

ONLINE EXAM SUGGESTION + ASSIGNMENT SUGGESTION

 FST QUESTION BANK ANSWER

 

 

 

Question 1

বিজ্ঞানের ইতিহাস বলতে কী বাোঝায়?

উঃ- সমাজ ও বিজ্ঞানের অবিরাম ক্রিয়া-বিক্রিয়ার গল্প। এর উন্মেষ সভ্যতার প্রাক্কালে, তারপর যুগে সমাজ রুপান্তরের বিভিন্ন ধাপে আজকের যুগ পর্যন্ত এর প্রসার ঘটেছে।

Question 2

ব্রোঞ্জ তৈরি করা হয় কোন কোন ধাতুর মিশ্রণ ঘটিয়ে?

উঃ- তামা ও টিন।

Question 3ট

মিশরের লিপি কে কি বলা হয় ?

উঃ- Heroglyphic / চিত্রলিপি।

Question 4

লৌহযুগে ভারতবর্ষে চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ অবদানটি কি?

উঃ- চরক ও সুশ্রত দ্বারা অনুসারিত বৈঙ্গানিক পদ্ধতি।

Question 5

কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন যুগের প্রকৌশলগত বিকাশ সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায়?

উঃ- মৌর্য যুগ।

Question 6

কোন বিজ্ঞানী দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করে তা দ্বারা গ্রহদের আবর্তনের প্রাচীন ধারণাকে সংশাোধন করেন?

উঃ- গ্যালিলিও।

Question 7

গ্রহদের কক্ষের সঠিক পরিমাপ কে করেন?

উঃ- যাোহান কেপলার।

Question 8

কোন ভারতীয় পদার্থবিজ্ঞানী উদ্ভিদের উত্তেজনায় সাড়া দেওয়ার তত্ত্বটি আবিষ্কার করেন?

উঃ-জগদীশচন্দ্র বসু।

Question 9

‘Bengal Chemical and pharmaceutical works'- কে প্রতিষ্ঠা করেন?

উঃ- প্রফুল্লচন্দ্র রায়।

Question 10

সবচেয়ে দীর্ঘতরঙ্গদৈর্ঘ্যে যুক্ত তরঙ্গ কোনটি?



উঃ- Radio / রেডিও তরঙ্গ।

Question 11

লাল দানব (Red giant) ও শ্বেত বামন (White dwaf) এই দুটি স্তর কার জীবন দশায় দেখতে পাওয়া সম্ভব?

উঃ- তারার জীবন দশায়।

Question 12

টাইটান কার উপগ্রহ?

উঃ- শনির।

Question 13

রাসায়নিক অভিব্যক্তিবাদ ও প্রাণের আবির্ভাবের তত্ত্বটি কে পরীক্ষাগারে কৃত্রিম ভাবে প্রমাণ করেন?

উঃ-মিলার।

Question 14

মানুষের অভিব্যক্তির সঠিক স্তরগুলি কী কী?

উঃ- রামাপিথেকাস, অস্ট্রালাোপিথেকাস, হাোমাো হ্যাবিলিস, নিয়েনডারথাল মানব, (আধুনিক মানব) হাোমাো স্যাপিয়ন্স, হাোমাো ইরেকটাস।

Question 15

বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কি?

উঃ- সূর্য।

Question 16

শিম্বগাোত্রীয় উদ্ভিদের মূলে কোন ধরনের উপকারী ব্যাকটেরিয়া উপস্থিত থাকে?

উঃ- রাইবাোজিয়া।

Question 17

অরণ্যনাশের (Deforestation) কারণ গুলি কী কী?

উঃ- বদলি চাষ। মাত্রাধিক পশুচারণ। কাঠের বানিজ্যিক ব্যাবহার। বিকাশমুখী কাজ কর্ম।

Question 18

মুখ্য বায়ুদূষক কোন গুলি?



উঃ- নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনাোক্সাইড, হাইড্রোকার্বন, সালফার ডাই অক্সাইড।

Question 19

কোন পদার্থ মৃত্তিকা দূষণের জন্য দায়ী?

উঃ- ভারী ধাতু। প্লাস্টিক। রাসায়নিক সার ও কীটনাশক।

Question 20

অচিরাচরিত পুনঃর্নবীকরণ যাোগ্য শক্তির উৎস কোনটি?

উঃ- সৌরশক্তি। বায়ুশক্তি। সমুদ্রের ঢেউ ও জোয়ার ভাটা শক্তি।

Question 21

দূর সন্ধান (Remote sensing) এর মাধ্যমে নিন্মলিখিত কোনটি করা সম্ভব নয়?

Ans:

Question 22

কোন পদ্ধতিতে উচ্চ ফলনশীল, রাোগপ্রতিরাোধী ও উন্নত পুষ্টিগুণসম্পন্ন উদ্ভিদের সৃষ্টি বা একটি উদ্ভিদের কোষ থেকে নতুন গাছ সৃষ্টি করা সম্ভব?

উঃ- টিস্যু কালচার। জৈব প্রযুক্তি।

Question 23

আলুতে কোন ধরণের পৌষ্টিক উপাদান অবস্থিত?

উঃ- কার্বোহাইড্রেট।

Question 24

অস্থির যথাযথ নির্মাণের জন্য কোন ভিটামিন প্রয়াোজন হয়?

উঃ- ভিটিমিন ডি।

Question 25

‘গলগন্ড রাোগ কোন খনিজের অভাবে সৃষ্টি হয়?

উঃ- আয়াোডিন।

Question 26

কোনগুলি সংক্রামক রাোগ নয় ?

উঃ- ক্যানসার। হাঁপানি। ডায়াবেটিস। হিস্টিরিয়া।

Question 27

মানবদেহে শর্করা বিপাকে সাহায্যকারী হরমাোন ইনসুলিন' কোন গ্রন্থি থেকে উৎপন্ন হয়?

উঃ- অগ্ন্যাশয়।

Question 28

ইনস্যাট- 1 B উপগ্রহ কোন গণসংযাোগ মাধ্যমের সাথে যুক্ত?

উঃ- যাোগাযাোগ ব্যাবস্থা।

Question 29

প্রযুক্তির হস্তান্তর কি ভাবে সম্ভব?

উঃ- প্রযুক্তি আমদানি। গবেষণাগার থেকে প্রয়াোগ ক্ষেত্রে প্রযুক্তির স্থানান্তর ভারত থেকে প্রযুক্তি রপ্তানি।

Question 30

লেজার (LASER) শব্দের অর্থ কি?

উঃ- উদ্দীপিত বিকিরনের নির্গমন দ্বারা আলাোকের বিবর্ধন।

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

nsou assignment,

nsou admit,

nsou pg admission 2019,

nsou renewal,

nsou bdp admission 2019,

nsou admission 2019,

nsou pg form fill up 2019,

nsou blis

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

Thank you for contacting MM INSTITUTION! Please let us know how we can help you.

 

👉 👉 Subscribe MY YouTube Channel :- http://www.youtube.com/c/MMINSTITUTION

 

 

👉 👉 Join 📚 MM INSTITUTION📚 FACEBOOK Group 2⃣ :- https://www.facebook.com/groups/2044434958925795/

 

👉👉join my telegram group:

https://t.me/mm_instituti

 

👉👉join my Facebook page:

https://www.facebook.com/malaymaity97/

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

 

Post a Comment

Previous Post Next Post