NETAJI OPEN UNIVERSITY BDP + PG EXAM 2021 - OFFLINE OR ONLINE NSOU

 

 

MM INSTITUTION

Facebook page: Mm Institution-Netaji Open University II Youtube Channel:

MM INSTITUTION

PH/WHATS APP-9775015054

BDP + PG EXAM 2021 - OFFLINE OR ONLINE??

প্রথমেই বলে দেই অফলাইন হবেনা অনলাইন হবে এটা এখনো পর্যন্ত ফাইনাল ডিসাইড হয়নি!

 

( তবে হ্যাঁ নেতাজি ওপেন ইউনিভার্সিটির সাম্প্রতিক এক নোটিশে বলা হয়েছিল এক্সাম অনলাইনে হতে পারে)

 

তবে ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে নিজের সেন্টারে অর্থাৎ হোম সেন্টারে হবে I

 

তবে একটা ব্যাপার নজর করার মত - উচ্চমাধ্যমিক আগে হচ্ছে মাধ্যমিক পরে হচ্ছে এর কারণ উচ্চ মাধ্যমিক ফাইনাল ইয়ারের মত গুরুত্ব রাখে,  মাধ্যমিক ইন্টারমিডিয়েট দের মত গুরুত্ব রাখে I

 

 এর পরই তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে, তাহলে নেতাজি ওপেন ইউনিভার্সিটি এক্সাম অনলাইন হবে না অফলাইন হবে??

 

এ নিয়ে আমার কিছু Point Of View তুলে ধরার চেষ্টা করলাম-

 

FIRST দুটি ক্যাটাগরাইজ করলাম

 

১) ইন্টারমিডিয়েট (BDP 1ST , 2ND , PG PART 1)

২)ফাইনাল ইয়ার ( BDP 3RD YEAR, PG PART 2)

 

* প্রথমেই বলে ফাইনাল ইয়ারের অফ লাইনে এই মুহূর্তে পরীক্ষা নেয়া সম্ভব নয় তার কারণ নেতাজি ওপেন ইউনিভার্সিটির নিজস্ব কোন হোম সেন্টার নেই সমস্তটাই রেগুলার ইউনিভার্সিটির ওপর নির্ভর করতে হয়)

 

এছাড়াও ফাইনাল ইয়ারের শেজান ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে তার জন্য মিনিমাম সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে I

 

এবার যদি ভেবে থাকে অফলাইন পরীক্ষা নেয়ার কথা, শেখানো সমস্যা আছে I যেমন-  অনলাইন পরীক্ষা নিতে গেলে আগে রেগুলার ইউনিভার্সিটির পরীক্ষা শেষ করতে হবে I তবেই নেতাজি ওপেন ইউনিভারসিটি হোম সেন্টার  হবে;  যেটা এই মুহূর্তে এত অল্প সময়ে কোনোভাবেই সম্ভব নয় I

 


সুতরাং , আমার যুক্তিতে বলে ফাইনাল ইয়ারের পরীক্ষা অনলাইন হওয়ার চান্স প্রবল I

 

এবার আসি ইন্টারমিডিয়েট দের নিয়ে,  সাধারণত বিডিপি ইন্টারমিডিয়েট  দের পরীক্ষা জুন-জুলাইয়ে হয় আর  পিজি ইন্টারমিডিয়েট পরীক্ষা নভেম্বরে হয়,  কিন্তু শেষ বছরে করনার পরিস্থিতি  ইন্টারমিডিয়েট পরীক্ষা জুন জুলাই থেকে নতুন বছরের জানুয়ারিতে নিয়ে আসা হয় I  তাই এই বছর কি হবে বলা খুবই মুশকিল কারণ যদি নভেম্বর-ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষা নেই আর তখন যদি পরিস্থিতি সব ঠিক হয়ে যায় অফলাইন পরীক্ষা নেয়ার কথা ভাবলেও ভাবতে পারে , কিন্তু ফাইনাল ইয়ারের যেহেতু অনলাইন পরীক্ষা হয়েছে সেহেতু ইন্টারমিডিয়েটের অনলাইন পরীক্ষাও নিতে পারে I

 

সুতরাং এই মুহূর্তে ইন্টারমিডিয়েটের কি করবে বলা খুবই মুশকিল I

 

 

নেতাজি ওপেন ইউনিভার্সিটি এক্সাম অনলাইন অফলাইন সম্পর্কিত এটুকুই মতামত ছিল আমার যেটা তুলে ধরার চেষ্টা করলাম তবে শেসে বলে রাখি এখন পড়াশোনা দুইভাবেই জারি রেখো সেটা হতে পারে অফলাইন হতে পারে অনলাইন I

 

পরীক্ষা হবে পড়াশোনা চালিয়ে যাও I  ধন্যবাদ I

 

লেখা : MALAY MAITY

FOLLOW: MM INSTITUTION

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

nsou assignment,

nsou admit,

nsou pg admission 2019,

nsou renewal,

nsou bdp admission 2019,

nsou admission 2019,

nsou pg form fill up 2019,

nsou blis


nsou bdp renewal 2021,

nsou studentship certificate,

nsou pg renewal 2021,

nsou bdp exam form fill up 2020,

nsou bdp 2nd year renewal 2020,

nsou bdp exam routine 2020,

nsoucebdp,

bdp renewal 2020 payment status,

 

 

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

Thank you for contacting MM INSTITUTION! Please let us know how we can help you.

 

👉 👉 Subscribe MY YouTube Channel :- http://www.youtube.com/c/MMINSTITUTION

 

 

👉 👉 Join 📚 MM INSTITUTION📚 FACEBOOK Group 2⃣ :- https://www.facebook.com/groups/2044434958925795/

 

👉👉join my telegram group:

https://t.me/mm_instituti

 

👉👉join my Facebook page:

https://www.facebook.com/malaymaity97/

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

 

 

 

Post a Comment

Previous Post Next Post