MM INSTITUTION
Facebook page: Mm Institution-Netaji Open University II Youtube
Channel:
MM INSTITUTION
PH/WHATS APP-9775015054
BDP FIRST YEAR –
SHORT NOTES
BDP HISTORY (EHI 2) FIRST YEAR HONOURS PAPER
ONLINE EXAM SUGGESTION + ASSIGNMENT SUGGESTION
EHI 2 QUESTION BANK ANSWER
1)মিনহাজ-উদ-দীন সিরাজ রচিত গ্রন্থটির
নাম কী?
Ans: তবকাত-ই-নাসিরী।
2)সুলতানি শাসনে ভারতে ইক্তা ব্যবস্থা
কে চালু করেন?
Ans: ইলতুৎমিস।
3)উলুঘ খান ইতিহাসে কী নামে প্রসিদ্ধ?
Ans: গিয়াসউদ্দিন বলবন।
4)জালালুদ্দিন খলজি কত সালে সিংহাসনে
আরাোহণ করেন?
Ans: 1290 খ্রিস্টাব্দে।
5)পদ্মাবৎ' কাব্যের রচয়িতা কে?
Ans: মালিক মোহাম্মদ জামসী।
6)দোয়াব' বলতে কী বাোঝায়?
Ans: দক্ষিণ এশিয়ার দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে।
7)খানকাহ' বলতে কী বাোঝায়?
Ans: সুফি সাধুদের মাজার।
8)দৌলতাবাদের পূর্বনাম কী ছিল?
Ans: দেবগিরি।
9)মহম্মদ বিন তুঘলক খলিফার নিকট থেকে
কত সালে অভিজ্ঞান লাভ করেন?
Ans:
10)তৈমুর ভারত আক্রমণকালে সুলতান কে
ছিলেন?
Ans: নাসির উদ্দিন মাহমুদ।
11)বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
Ans: সঙ্গম নামে এক ব্যক্তির দুই পুত্র হরিহর ও বুক্কা।
12)বাহমনিদের রাজধানী কোথায় ছিল?
Ans: গুলবর্গা।
13)লাোদী সাম্রাজ্যের স্থপতি কে ছিলেন?
Ans: বহুলুল লোদী(1451)
14)পানিপথের প্রথম যুদ্ধ কবে অনুষ্ঠিত
হয়?
Ans: 1526 সালে
15)হুমায়ুন কবে সিংহাসনে আরাোহণ করেন?
Ans: 1530 খ্রিস্টাব্দ।
16)চৌসার যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত
হয়?
Ans: 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহ এর মধ্যে হয়।
17)আকবর কবে চিতাোর জয় করেন?
Ans:1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ কে হারিয়ে মেমার জয় করেন।
18)মজহর' কবে জারি হয়?
Ans: আকবর 1579 খ্রিস্টাব্দে মজহর নামা ঘোষণা করেন।
19)আকবরের 'সুস্থ-ই-কুল' কী ছিল?
Ans: আকবর মনে করতেন সমস্ত ধর্মের সার এক। এই বিশ্বাস থেকে তার সুর- ই -কুল বা
সমস্ত ধর্মের প্রতি উদার মনোভাব আসে। কথাটির অর্থ পরধর্ম সহিষ্ণুতা।
20)জাহাঙ্গীর কবে সিংহাসনে আরাোহণ
করেন?
Ans: 1605 খ্রিস্টাব্দে।
21)সামুগড়ের যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত
হয়?
Ans: 1658 সালে। ঔরঙ্গজেব ও দারাশিকো
22)আওরঙ্গজেব কত সালে জিজিয়া ধার্য
করেন?
Ans: 1679 সালে।
23)টোডরমল কৃত ভূমি বন্দোবস্ত কী নামে
পরিচিত ছিল?
Ans: জাবতি প্রথা
24)বার্ণিয়ের কবে ভারতে আসেন?
Ans: 1656 সালে।
25)মনসব বলতে কী বাোঝায়?
Ans: মনসব বলতে পদমর্যাদা। আকবর এই প্রথা চালু করেন।
26)আকবরনামা' কে রচনা করেন?
Ans: আবুল ফজল।
27)সিলসিলা' বলতে কী বাোঝায়?
Ans: সূরাবদী শিলশিলাহ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শেখ শিহাবুদ্দিন ওমর সুরাবদী।
28)শিবাজীর অভিষেক কত সালে অনুষ্ঠিত
হয়?
Ans: 1674 সালে।
29)আওরঙ্গজেবের মৃত্যুর পর নতুন সম্রাট
কে হন?
Ans: বাহাদুর শাহ ।(1707-1712)
30)শেখ সেলিম চিস্তির দরগা কোথায়
অবস্থিত?
Ans: ফতেপুরসিক্সি।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thank you for contacting MM INSTITUTION! Please let us know how we can
help you.
👉 👉 Subscribe MY YouTube Channel :- http://www.youtube.com/c/MMINSTITUTION
👉 👉 Join 📚 MM INSTITUTION📚 FACEBOOK
Group 2⃣ :- https://www.facebook.com/groups/2044434958925795/
👉👉join my telegram group:
👉👉join my Facebook page:
https://www.facebook.com/malaymaity97/
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!