BDP + PG ASSIGNMENT 2021 NSOU

 

 

MM INSTITUTION

Facebook page: Mm Institution-Netaji Open University II Youtube Channel:

MM INSTITUTION

PH/WHATS APP-9775015054

   BDP + PG ASSINGMENT 2021

 

1.অ্যাসাইনমেন্ট কি??

Assignment হল গৃহ কৃত কাজ ,এককথায় বাড়ির কাজ বলা যেতে পারে।

প্রতিটি বিষয় এর প্রশ্ন পত্র আগে দেওয়া হবে ,সেই গুলোর উত্তর সহ লিখে কলেজ e জমা দিতে হবে।

ফাইনাল এক্সাম এর আগে এই কাজ টা দেওয়া হয়,অনেক টা প্রজেক্ট work এর মত,,,,, আর এক্সাম e বসার আগে assignment জমা দেওয়া জরুরি।

 

তবে এই বছর 2021 অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ আলাদাআলাদা-

অ্যাসাইনমেন্ট অনলাইন mcq বেসিসে এই বছর সাবমিট করতে হবে।

যেহেতু অ্যাসাইনমেন্ট অনলাইন সেহেতু 2 types হতে পারে

1) Open BOOK Exam

2) Online Portal Exam

=  তবে মনে রেখো ,অ্যাসাইনমেন্ট

 তোমাদের পাস করার চাবিকাঠি । অ্যাসাইনমেন্ট এর জন্যই নেতাজি ওপেন ইউনিভারসিটিতে পাস করা খুবই সহজ। তাই  খুব যত্ন সহকারে করতে হবে।

 


2. অ্যাসাইনমেন্ট কত পার্সেন্টেজ[ %]থাকে?

= অ্যাসাইনমেন্ট 30% পার্সেন্টেজ থাকে

 

3. অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে?

Type 1-

First, কোশ্চেন পেপারটি নেতাজি ওপেন ইউনিভার্সিটির অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করতে হবে ( official site : http://www.wbnsou.ac.in/) > তারপর প্রিন্ট আউট করতে হবে > তারপর পেপারটি অ্যানসার করে সলভ করতে হবে> তারপর ছবি তুলে পিডিএফ করে মেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে!

Type 2 –

Online Portal Exam :

1) উল্লিখিত পরীক্ষা শুরু হবে 06.10.2020 বেলা 11টায়৷ শেষ হবে 13.10.2020 বেলা 11টায়।

অর্থাৎ পরীক্ষার্থীগণ নিজেদের সুবিধা মত ঐ ৭ দিনের মধ্যে যে কোনাো সময়ে উল্লিখিত পরীক্ষা দিতে

পারবেন।

 

2) উল্লিখিত পরীক্ষার জন্য htttps://nsou.bdp2020.smartestexam.com-এই

সুনির্দিষ্ট পাোর্টালটি ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীগণ enrolment নম্বর ও জন্মতারিখ

(Registration certificate অনুযায়ী) লিখে এই পাোর্টালে login করতে পারবেন। Login করার

সময় পরীক্ষার্থীগণ যে Phone number বা Email address দেবেন, সেই Phone number

বা Email address এ OTP যাবে। 06.10.2020 বেলা ১টা থেকে 13.10.2020 বেলা ilটা

পর্যন্ত সাতদিনের জন্য ঐ পাোর্টাল ২৪ ঘন্টা খাোলা থাকবে।

 

3) পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দিন ( 06.10.2020 বেলা 11 টায়) থেকে ঐ সময়সীমার (৭ দিন ২৪

ঘন্টার জন্য) মধ্যে Admit Card-এ উল্লিখিত পত্রগুলির পরীক্ষা দিতে হবে।

(প্রসঙ্গতঃ, উল্লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যেই কিছু নমুনা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলাোড

করা হয়েছে।)

 

4) পরীক্ষার্থীগণ পরীক্ষার নির্দিষ্ট সময়সীমার (৭ দিন ২৪ ঘন্টার জন্য) মধ্যে যে কোনাো সময়ে, পছন্দ

মতাো যে কোনাো বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। তবে একটি পত্র সম্পূর্ণ করে submit করার পরই

কোনাো পরীক্ষার্থী অন্য পত্র উত্তর করার সুযাোগ পাবেন।

 

5) পরীক্ষার্থীরা সক্রিয় ডেটা সংযাোগ যুক্ত স্মার্টফোন, ট্যাব (ট্যাবলেট পি সি), ল্যাপটপ অথবা

ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে উল্লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

কিন্তু কোনাো পরীক্ষার্থী কখনাোই একইসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত থেকে পরীক্ষা

দিতে পারবেন না।

 

6) এই পরীক্ষার জন্য MCQ পদ্ধতি অনুসরণ করা হবে।

 

7) পরীক্ষার্থীদের যথাযথ জায়গায় টিক (৴) দিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে।

 

8) পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট পত্রের জন্য 3 ঘন্টা (যদি পূর্ণ নম্বর 100 হয়) অথবা 2 ঘন্টা (যদি পূর্ণ

নম্বর 50 হয়) সময় পাবেন। তারপর সংশ্লিষ্ট পত্রের সময়সীমা শেষ হয়ে যাবে।

 

=  যেহেতু অ্যাসাইনমেন্টের নাম্বার কলেজের হাতে থাকে, তাই সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করে ।কোন পেপারে লিখবে তুমি ।  (কোন কলেজ A4 নেয়, কোন কোন কলেজ প্র্যাকটিক্যাল পেজ নেয়)

 

কিন্তু ,কিন্তু , কিন্তু এই বছরে তা একদমই নয় সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট নেতাজি ওপেন ইউনিভার্সিটির হাতে আছে।

 

 

 

 

লেখা - @Malay Maity

#MM_INSTITUTION 🙏🙏

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

nsou assignment,

nsou admit,

nsou pg admission 2019,

nsou renewal,

nsou bdp admission 2019,

nsou admission 2019,

nsou pg form fill up 2019,

nsou blis

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

Thank you for contacting MM INSTITUTION! Please let us know how we can help you.

 

👉 👉 Subscribe MY YouTube Channel :- http://www.youtube.com/c/MMINSTITUTION

 

 

👉 👉 Join 📚 MM INSTITUTION📚 FACEBOOK Group 2⃣ :- https://www.facebook.com/groups/2044434958925795/

 

👉👉join my telegram group:

https://t.me/mm_instituti

 

👉👉join my Facebook page:

https://www.facebook.com/malaymaity97/

 

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

 

Post a Comment

Previous Post Next Post